
| সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ | 441 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার রাত সোয়া আটটার দিকে উপজেলার চান্দুরা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার।
তিনি জানান, সিলেটগামী কৌশিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান। এ ঘটনায় দুই বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান ওসি
Posted ৪:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |