
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ আগস্ট ২০২১ | 740 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাঞ্চনপুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা সংলগ্ন ধানক্ষেত থেকে মুন্নি আক্তার(১৬)নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা স্থানীয়রা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারফ হোসেনের মেয়ে মুন্নি আক্তার তার মায়ের সাথে উপজেলার কাঞ্চনপুর গ্রামে তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।সে মিরাশানি পলিটেকনিক একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্রী।
আজ(১৮আগস্ট)বুধবার সকাল ১১ টায় বাড়ি থেকে বেরিয়ে যায় সে পরে দুপুর ১টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান জানান,উপজেলার সিংগারবিল ইউনিয়নের মোশারফ হোসেনের মেয়ে মুন্নি আক্তার কে বাড়ির পাশে ধানক্ষেতে দুপুর ১টায় অচেতন অবস্থায় উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।এ ব্যাপারে পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Posted ৮:২২ অপরাহ্ণ | বুধবার, ১৮ আগস্ট ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম