
| মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ | 3102 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু#
আজ মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গিলামোড়া গ্রামে শশুরবাড়ীর বাথরুম থেকে রমজান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রমজান একই গ্রামের মিয়া চাঁনের ছেলে। পেশায় সে মুদিমালের দোকানদার ছিলেন। তার পরিবারের অভিযোগ রমজানকে হত্যার পর মরদেহ বাথরুমে ফেলে রাখা হয়েছে।
রমজানের বড় ভাই মিজানুর রহমান জানান, রমজানের সাথে একই গ্রামের রহমান মিয়ার বড় মেয়ে তারিয়া জান্নাতের দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর জান্নাত পড়ালেখা চালিয়ে যাওয়ার কথা জানায় রমজানকে। কিন্তু এতে রাজি ছিলেন না রমজান। এনিয়ে শ্বশুর বাড়ির সাথে রমজানের মনোমালিন্য চলে আসছিল।
তিনি আরো জানান, মঙ্গলবার সকালে খবর পাই রমজানের শ্বশুর বাড়ির পরিত্যক্ত একটি বাথরুমে তার মরদেহ পড়ে আছে। তার মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।লিখিত অভিযোগ পেলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |