| বুধবার, ১৩ মে ২০২০ | প্রিন্ট

বিজয়নগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারের খাদ্য অধিদপ্তরের বিজিডি চাউল এবং কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাউল ১৮ বস্তা চাল আত্মসাৎ করার দায়ে মহিলা মেম্বার কে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিজয়নগর উপজেলার এসি ল্যান্ড মোহাম্মদ মাহবুবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ আক্তার মিয়ার স্ত্রী ৪ ৫ ও ৬ নং সংরক্ষিত মহিলা আসনের মেম্বার নিলুফা আক্তার এর বাড়িতে যায় এবং তার ঘরে রক্ষিত ১৮ বস্তা চাউল দেখতে পায়। উক্ত চাউলের বিষয়ে মহিলা মেম্বার নিলুফাকে জিজ্ঞাসা করলে সে কোন উত্তর দিতে পারেনি। এমতাবস্থায় চাউল জব্দ করে স্থানীয় চেয়ারম্যান মোঃ দানা মিয়া ভূঁইয়ার হেফাজতে রাখে এবং আসামি নিলুফা আক্তার কে উপজেলায় নিয়ে আসে এবং এসি ল্যান্ড মোহাম্মদ মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম এক বৎসর কারাদণ্ড প্রদান করে থানা হাজতে পাঠিয়েছেন।
Posted ১০:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


