মো:সাইফুল ইসলাম:
খালেদা জিয়ার মামলা ১০ বছর ধরে চলমান ছিল। ছয় বছর ধরে এর বিচার কাজ চলছে। শুধুমাত্র যুক্তি তর্কের জন্যই আড়াই বছর অপেক্ষায় ছিলো। তাই বিনা বিচারে খালেদা জিয়া জেল খাটছে বিএনপি’র এ কথা অমূলক। নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপি’র উসিলা মাত্র এটি।’
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তন্তর ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন জাতীয় ঐক্যফ্রন্ট দেশে গণতন্ত্র অব্যাহত থাকুক চায়না। তারা ষড়যন্ত্র করছে আমি বলতে চাই তাদের ষড়যন্ত্র থেকে জনগণকে হুশিয়ার থাকতে হবে।এর আগে মন্ত্রী আখাউড়ার ২১ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন আখাউড়া রাধানগর কেন্দ্রীয় পূজা মন্ডপ থেকে পরে আখাউড়ার উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্ভোদন সহ গনসংযোগে অংশগ্রহন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আইনমন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার ভুইয়া জীবন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা, আইনমন্ত্রীর পিও শফিকুল ইসলাম সোহাগ, আখাউড়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো:মুরাদ হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা আখাউড়া ছাত্র লীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ তন্তর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মফিজুল কবির প্রমুখ।