
| বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮ | 1178 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: যমজ শিশু পৃথিবীতে আসার খবর হয় তো স্বাভাবিক। তবে সিজার বিহীন চার সন্তান প্রসব বাংলাদেশে বিরল।এবার এক মায়ের চার যমজ সন্তান জন্ম নিলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি প্রাইভেট হাসপাতালে।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী পিয়ারা বেগম এ সুভাগ্যবতী মা, যিনি এ চার সন্তান জন্ম দেন। চার জনের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে সন্তান জন্ম দিয়েছেন তিনি।
বুধবার নবীনগর এর একটি প্রাইভেট হাসপাতালে নবজাতক এ চার সন্তানের জন্ম হয়।
একসঙ্গে চার সন্তান প্রসব করায় পিয়ারা বেগমের পরিবারের স্বজনরা খুবই আনন্দিত। তারা এটিকে সৌভাগ্য বলে মনে করছেন। যমজ চার নবজাতককে দেখতে হাসপাতে ভীড় জমাচ্ছেন উৎসক জনতা।
ডা. সামী ত্বা-হা কবীর মীম জানান, বুধবার ভোর রাতে পিয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। পরে সকালে আমাদের অক্লান্ত প্রচেষ্টায় স্বাভাবিকভাবেই প্রসব সম্ভব হয়। এক সঙ্গে চারটি সুস্থ সন্তান জন্ম নেয়ার ঘটনা বিরল। মা এবং সন্তানরা সুস্থ আছেন।
Posted ৩:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |