
| বুধবার, ২৭ জুন ২০১৮ | 1915 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদরে দু’গোষ্ঠীর সংঘর্ষে মহিলাসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে।
সংঘর্ষ চলাকালে ২০/২৫টি বাড়ি-ঘর ভাংচুর, দোকানপাট লুট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, থলিয়ারা গ্রামের ছোট গোষ্ঠীর হেবজু মিয়ার সাথে ইট মিলের টাকা নিয়ে বিরোধ ছিল পাশ্ববর্তী ক্ষুদ্র বি-বাড়িয়ার তুফাইন্না গোষ্ঠীর লোকজনের সাথে। এর জের ধরে বিকেল সাড়ে ৫টার দিকে ক্ষুদ্র বি-বাড়িয়ার শতশত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে থলিয়ারা গ্রামের ছোট গোষ্ঠীর বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের লোকজন থলিয়ারা বড় ব্রীজের নিকট সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে অর্ধশত আহত হয়। আহতদের মধ্যে মাহমুদা বেগম, এমরান মিয়া, আলমগীর, এরশাদ, আবু শামা, আশরাফুল, আব্দুর রহমান, নাসির মিয়া, স্বপন, রশিদ, আব্দুল হক, রাশেদ মিয়াদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ দিকে থলিয়ারা গ্রামের শাহেদ মিয়ার ৫টি, লফিত মিয়ার ১টি, হামদু মিয়া ২টি, চেরাগ মিয়া ২টিসহ কমপক্ষে ২০/২৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। চেরাগ মিয়ার ১টি বসত ঘরে অগ্নিসংযোগ করে দাঙ্গাবাজরা।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
Posted ৩:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৭ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |