
| শুক্রবার, ২৯ জুন ২০১৮ | 1158 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফ খান: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় লরিচাপায় সোলোমান খান (২২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৯.০৬.২০১৮) বিকেলে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলেমান চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের আসন্ন সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন। তিনি ওই উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর গ্রামের আদম খানের ছেলে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সোলেমান বিকেলে মোটর সাইকেল যোগে চম্পকনগর থেকে সিঙ্গারবিল যাওয়ার পথে খিরাতলা এলাকায় একটি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Posted ৫:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক