
| রবিবার, ২৯ জুলাই ২০১৮ | 772 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফ খান: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল-অরুয়াইল সড়কের ব্রীজের নীচ থেকে বিশ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে সরাইল থানা পুলিশ।
রবিবার সকাল আটটায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়ার দিকনির্দেশনায় এসআই আবুবকর সিদ্দিক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সরাইল-অরুয়াইল সড়কের লোপাড়া ব্রীজের নিচে জলাশয় হইতে ২০ (বিশ) কেজি গাঁজাসহ তিন জন আসামীকে আটক করেছে সরাইল থানা পুলিশ। আটককৃতটা হলেন, নূর আলী উপরে টাইগার (৪০), পিতা- মৃত আব্দুল কুদ্দুস, সাং- বাদেরপুর, থানা- গৌরিপুর, জেলা- ময়মনসিংহ, বর্তমানে- রাধানগর (উপজেলা কমপ্লেক্স খেলু হাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, রফিকুল ইসলাম (৪৫), পিতা- রহমত আলী, গ্রামের বাড়ি ঘাইডাল (জিন্নাহ মিয়ার বাড়ী), থানা ও জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- রাধানগর (উপজেলা কমপ্লেক্স খেলু হাজীর বাড়ীর ভাড়াটিয়া) একি থানার বাসিন্দা, অপর আসামী মতি মিয়া (৪০)তার পিতা মৃত কালু মিয়া, গ্রামের বাড়ি পরমানন্দপুর মধ্যপাড়া, থানা- সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুইয়া জানান, মাদক পাচারকারী তিন জনকে বিশ কেজি গাঁজা সহ আটক করেছি, মাদক পাচার কালে যারা সহযোগিতাকরেছে তাদের বিরুদ্ধে ও মামলার প্রক্রিয়া চলচে, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৩:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক