
| মঙ্গলবার, ১৯ জুন ২০১৮ | 1699 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শারফুল আহসান ভূইয়া জানান, শহরের লোকনাথ ট্যাংকের পাড় এলাকার ‘ব্রাহ্মণবাড়িয়া স্কুল মার্কেটে’ গতকাল সোমবার রাত ১০টার দিকে লাগা আগুন সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শারফুল বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তিনটি দোকান পুড়ে যায়।”
বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
Posted ৬:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক