
| বুধবার, ০৭ জুলাই ২০২১ | 630 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় কোপা আমেরিকা কাপে ব্রাজিল বনাম পেরুর মধ্যেকার সেমিফাইনাল খেলা নিয়ে ঝগড়া বেধেএক ব্রাজিল সমর্থক কে বেদম পিটুনি দিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা।
এ ঘটনায় আহত হয়ে ব্রাজিল সমর্থক হাসপাতালে ভর্তি রয়েছেন।আহতর নাম নোয়াব মিয়া(৬০) তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের সাদেকপুরী ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত এলু মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দামচাইল বাজার এলাকায় ব্রাজিল সমর্থক কে পিটুনির ঘটনা ঘটে
আহত নোয়াব মিয়াকে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফাইজুর রহমান বলেন, আহত নোয়াব মিয়ার মাথায় আঘাত আছে ও তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ফুটবল খেলাকে কেন্দ্র করে আহত হয়েছে বলে জানতে পেরেছি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমরানুল ইসলাম বলেন,মূলত ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।ঘটনায় একজন আহত এক জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ১২:০২ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |