
| শনিবার, ১০ জুলাই ২০২১ | 712 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় আগামীকাল রবিবার ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।
সব মিলিয়ে উত্তেজনার রোমাঞ্চের পারদ বেড়ে উঠেছে শুধু ল্যাটিন আমেরিকায় নয় উত্তেজনার পারদ ফুটছে ফুটবল বিশ্বে।
তারই ধারাবাহিকতায় উত্তেজনার ছোঁয়া লেগেছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও এবারের আসরের শুরু থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যেব্যাপক উত্তেজনা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে।
হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।এরই মধ্যে গত ৬ই জুলাই পাল্টাপাল্টি হামলায় আর্জেন্টিনা ও ব্রাজিল উভয়পক্ষের সমর্থকদের মধ্যে অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে দুই দলের ফাইনাল খেলা কে কেন্দ্র করে জেলায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা শুরু হয়েছে।
জেলা শহর ও উপজেলায় অটো রিস্কা সিএনজি পিকআপ যুগে মাইকিং করা হচ্ছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন গণমাধ্যমকে বলেন ফাইনাল খেলায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে আমাদের কাছে এরকম আগাম তথ্য রয়েছে।
সংঘর্ষের ঘটনা এড়াতে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি এছাড়া কোপা আমেরিকার ফাইনাল খেলা কে কেন্দ্র করে যাতে কোন সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য জেলায় বিট পুলিশিং এর ১১৬ টি টিম মাঠে কাজ করছে। এর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছে পুলিশ।
Posted ৩:০৪ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম