| রবিবার, ২৮ জুন ২০২০ | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে নবীনগরের এসিল্যান্ড ও ৮ দিনের শিশু সহ নতুন করে আরো ৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
আজ রোববার বিকেলে ৩৮৬ টি নমুনার ফলাফল জেলা সিভিল সার্জন কার্য্যালয়ে পৌঁছে। এর মধ্যে ৯৪
জনের করোনার ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট ৮৮৭ জন করোনায় শনাক্ত হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ রাত ৮ টার দিকে নিশ্চিত করে বলেন, আজ বিকেলে সরকারি ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ৩১৩ টি নমুনা পরীক্ষা করে ৬৭ জনের ও এবং বে-সরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ল্যাব থেকে প্রাপ্ত ৭৩ টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় ৩০ জন, আখাউড়া উপজেলায় ৬ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬ জন, নবীনগর উপজেলায় ১৪ জন, বিজয়নগর উপজেলায় ১ জন, সরাইল উপজেলায় ২০ জন ও নাসিরনগর উপজেলায় ৪ জন, কসবায় ২ জন ও আশুগঞ্জ উপজেলায় ১ জন।এর মধ্যে জেলায় আক্রান্ত ৮৮৭ জনের মধ্যে ১৭৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি
ফিরে গেছেন। করোনা পরিস্থিতির জেলায় ১০ জন মারা যায়। এ পর্যন্ত জেলায় ৯ হাজার ১৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৮ হাজার ২১০ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ৬২৭ জন, এর মধ্যে জেলায় ৬০২ জন ওঅন্য জেলাতে ২৫ জন।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


