
| রবিবার, ০১ জুলাই ২০১৮ | 1869 বার পঠিত | প্রিন্ট
সাইফ খান: দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি-কলেজপাড়া এলাকায় জ্বালানি তেলবাহী একটি কনটেইনার ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় শনিবার রাত সাড়ে ১০টা থেকে এ রেলপথে রাজধানী ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঘটনার পরপর ঢাকা ও আখাউড়া থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আখাউড়া রেলওয়ে জংশন থেকে ঢাকাগামী একটি জ্বালানি তেলবাহী কনটেইনার ট্রেন শনিবার দিবাগত রাত ৯টায় ছেড়ে আসে। শিমরাইলকান্দি এলাকায় টানিং পয়েন্ট অতিক্রমকালে ট্রেনটিতে বিকট শব্দ হয়। সে সময় ইঞ্জিনের পাশের ৯টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে কয়েকটি বগি লাইন থেকে ছিটকে ৬-৭ ফুট দূরে গিয়ে পড়ে। এতে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া ওইসব বগির বিপুল পরিমাণ জ্বালানি তেল নির্গত হয়ে পার্শ্ববর্তী জলাশয়ে ছড়িয়ে পড়েছে।
উদ্ধার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আপ এবং ডাইন লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবতসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
Posted ১২:১০ অপরাহ্ণ | রবিবার, ০১ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |