
| বুধবার, ১৫ আগস্ট ২০১৮ | 1187 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাকচাপায় নাহিদ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকার আবুল খায়েরের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাক অপর একটি মোটারসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নাহিদ মারা যান
Posted ১২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ আগস্ট ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক