
| মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯ | 633 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু#
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বীরপাশায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থনেই পাঁচজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হোসেন সরকার বলেন, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। পরে সেটি খাদে পড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।
নিহতরা হলেন, ঢাকার দক্ষিণ খিলগাঁওয়ের বাসিন্দা হাসানুজ্জামান (৬১), একই এলাকার পরশ কান্তি (৩৩), অপু আহমেদ (২৫), রিজন সালেহীন (৩০) ও অপু আহমেদের স্ত্রী।
Posted ১০:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক