
অমিত হাসান অপু: | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | 30 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতে পাচারকালে ৩৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মুকুন্দপুর বিজিবি ক্যাম্প। এসময় মাছ পাচারকারীরা পালিয়ে যায়।
মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে উপজেলার কামালমুড়া সীমান্ত থেকে আটক করা হয়।
এবিষয়ে সরাইল বিজিবি ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরমান আরিফ,পিএসসি বলেন, ভোররাতের মাঝামাঝি সময়ে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর গ্রামের সীমান্ত দিয়ে ইলিশ মাছ ভারতে পাচারের সময় মুকুন্দপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের দেখে ৩৪০ কেজি ইলিশ মাছ ফেলে দৌড়ে পালিয়ে যায়। বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাচারের সময় মাছগুলা জব্দ করেন বলে তিনি জানান।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম