
| বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ | 990 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি#
এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রীসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা। আজ ১৪ নভেম্বর ২০১৮ বুধবার আদালত এই রায় দিয়েছেন। ৭ বছর আগে, ২০১১ সালের ৫ জুন সদর উপজেলার ভাদুঘর গ্রামের আব্দুল করিম হত্যা মামলায় আদালত এই রায় দেন।
জানা গেছে, সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত আবদুল করিমের দ্বিতীয় স্ত্রী মোসাম্মৎ সালমা বেগম, সজল দেবনাথ ও আলাল মিয়া। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে শুধু সালমা বেগম আদালতে হাজির ছিলেন। অন্যরা সবাই পলাতক। এ মামলার আরেক আসামি লিটন দেবনাথকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।
মামলা সম্পর্কে বাদীর আইনজীবী তারিকুল ইসলাম খান জানান, ২০১১ সালের ৫ জুন রাতে মুদি দোকানি আবদুল করিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার লাশ বস্তাবন্দি করে উড়শিউরা এলাকায় ঝোপের ভেতরে ফেলে রাখা হয়।
এ ঘটনায় নিহত করিমের প্রথম স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে করিমের দ্বিতীয় স্ত্রী সালমা বেগম, সজল দেবনাথ, আলাল মিয়া ও লিটন দেবনাথের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন করেন সদর মডেল থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুল ইসলাম।
মামলার রায়ে বাদী শিউলি বেগম ও আইনজীবী তারিকুল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |