
| শনিবার, ০৬ জুলাই ২০১৯ | 1650 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৯৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৩ বোতল ইস্কফ ও ফেনসিডিল এবং তিন কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুরে উপজেলার সিংগারবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটকরা হলেন ফারুক মিয়া (২৭), মরজিনা বেগম (৪০) ও শাহনূর মিয়া (২৬)। তাদের সবার বাড়ি পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলায়।
শনিবার বিকেলে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল দুপুরে সিংগারবিল এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই তিনজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৯৮৮ পিস ইয়াবা, ৪২ বোতল ফেনসিডিল ও ৪১ বোতল ইস্কফ এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সুত্র:অনলাইন
Posted ১:০১ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম