
| বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | 565 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ৮৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য দলের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী রয়েছে। রিটার্নিং অফিসারের অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ৮জন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ২৭জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ১৬জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১০জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১৫জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে উলেখ যোগ্য হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও ড. তৌফিকুল ইসলাম মিথিল, ইসলামী আন্দোলনের সৈয়দ আনোয়ার হোসেন লিটন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি দলীয় প্রার্থী ব্যারিস্টার রুমিনফারহানা ও শেখ মোহাম্মদ শামীম। জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবীব, জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভ‚ঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি দলীয় মুশফিকুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী মামুনুর রশীদ। এ সময় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক তাজিনা সারোয়ারসহ সহকারি রিটার্নিং অফিসার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যাদের নাম পাওয়া গেছে তারা হলেন : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিভিন্ন দলের মোট ৭ জন প্রার্থী। এরা হলেন : সৈয়দ এ কে একরামুজ্জামান (বিএনপি), এবিএম ফরহাদ হোসেন সংগ্রাম (আওয়ামী লীগ), মোঃ ফায়েজুল হক (বিজেপি), মাওলানা আশরাফুল হক (ইসলামী ঐক্যজোট), মাওলানা হোসাইন আহমেদ (ইসলামী আন্দোলন), ইসলাম উদ্দিন দুলাল (ইসলামী ফ্রন্ট) ও সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র)।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইলÑআশুগঞ্জ) বিভিন্ন দলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন উকিল আব্দুস সাত্তার ভ‚ঁইয়া (বিএনপি), আবু আসিফ আহমেদ (বিএনপি), এসএন তরুন দে (বিএনপি), শেখ মোঃ শামীম (বিএনপি) ব্যারিষ্টার রুমিন ফারহানা (বিএনপি), আনোয়ার হোসেন মাষ্টার (বিএনপি), আক্তার হোসেন (বিএনপি), মঈনুদ্দিন মঈন (আওয়ামী লীগ স্বতন্ত্র), শাহজাহান আলম সাজু (আওয়ামী লীগ স্বতন্ত্র), হাজী সফিউল্লাহ (আওয়ামী লীগ স্বতন্ত্র), শাহ মফিজ (আওয়ামী লীগ স্বতন্ত্র), এডভোকেট সৈয়দ তানবীর আহমেদ কাউসার (আওয়ামী লীগ স্বতন্ত্র), আশরাফ উদ্দিন মন্তু (আওয়ামী লীগ স্বতন্ত্র), এডভোকেট মুখলেছুর রহমান (আওয়ামী লীগ বিদ্রোহী), আনিসুর রহমান (আওয়ামী লীগ স্বতন্ত্র), এডভোকেট জিয়াউল হক মৃধা (জাতীয়পার্টি স্বতন্ত্র), এডভোকেট রেজাউল ইসলাম ভ‚ঁইয়া (জাতীয়পার্টি), ঈশা খাঁ (কমিউনিস্ট পার্টি), মহিউদ্দিন মোল্লা (ইসলামী ফ্রন্ট), এডভোকেট তৈমুর রেজা শাহাজাদা (জেএসডি), জুনায়েদ আল হাবীবি (ইসলামী ঐক্যজোট)।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিভিন্ন দলের মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (আওয়ামী লীগ), ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (বিএনপি), তৌফিকুল ইসলাম মিথিল (বিএনপি), শাহরিয়ার ফিরোজ (সিপিবি), জুনায়েদ আল হাবিবী (ইসলামী ঐক্যজোট), মজিবুর রহমান হামিদী (খেলাফত আন্দোলন), সৈয়দ আনোয়ার আহমেদ লিটন (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), আব্দুল্লাহ আল হেলাল (জাতীয়পার্টি বিদ্রোহী), তারিকুর রউফ (গণফোরাম), জামাল রানা (জাতীয়পার্টি বিদ্রোহী), সেলিম কবীর (জাকের পার্টি), মোহাম্মদ উমর ইউসুফ খান (স্বতন্ত্র), মোঃ মঈনুদ্দিন (স্বতন্ত্র), আবদুল্লাহ হানিফ (স্বতন্ত্র), বশিরুল্লাহ জরু (স্বতন্ত্র), মাহমুদুল হক আক্কাস (বিএনএফ)।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিভিন্ন দলের মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন এডভোকেট আনিসুল হক (আওয়ামী লীগ), মুশফিকুর রহমান (বিএনপি), নাসিরউদ্দিন হাজারী (বিএনপি), ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন (বিএনপি), তারেক এ আদেল (জাতীয়পার্টি), দেলোয়ার হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), মুফতি জসিম উদ্দিন (ইসলামী আন্দোলন)।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিভিন্ন দলের মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন মো. এবাদুল করিম বুলবুল (আওয়ামী লীগ), তকদীর হোসেন মো. জসীম (বিএনপি), কাজী নাজমুল হোসেন তাপস (বিএনপি), মো. সালাউদ্দিন ভ‚ঁইয়া শিশির (বিএনপি), কাজী মামুনুর রশীদ (জাতীয় পার্টি), শাহ্ জিকরুল আহমেদ খোকন (জাসদ ইনু), মো. মেহেদী হাসান (ইসলামী ঐক্যজোট), এ কে এম আশরাফুল আলম (বাংলাদেশ মুসলিম লীগ), মো. ওসমান গণি রাসেল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. শাহীন খান (বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি) ও মো. সায়েদুল হক সাঈদ (স্বতন্ত্র)।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিভিন্ন দলের মোট ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ক্যাপ্টেন অব. এ বি তাজুল ইসলাম (আওয়ামী লীগ), আব্দুল খালেক (বিএনপি), মেহেদী হাসান পলাশ (বিএনপি), এডভোকেট জিয়াউদ্দিন জিয়া (বিএনপি), রফিক শিকদার (বিএনপি), জেসমিন নুর প্রিয়াংকা (জাতীয়পার্টি), এডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল (সিপিবি), রেজওয়ানুল ইসলাম (ইসলামিক আন্দোলন বাংলাদেশ), এডভোকেট কে এম জাবির (জেএসডি)।
Posted ৬:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক