
| বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮ | 1292 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জাতীয় পার্টির (জাপা) ইফতার মাহফিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লোকনাথ দিঘির পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
এতে দলটির অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জাপার সভাপতি জিয়াউল হক মৃধা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। হামলার সময় দুর্বৃত্তরা এমপি মৃধার গাড়িও ভাঙচুর করেছে।
জাপা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পৌর কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে জেলা জাতীয় পার্টি। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। ইফতারের পূর্বে এমপি জিয়াউল হক মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনার পর দোয়া শেষ হওয়া মাত্র একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে অনুষ্ঠানস্থলে এসে হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা অনুষ্ঠানস্থলের চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে। এ সময় দুর্বৃত্তরা এমপি জিয়াউল হক মৃধার গাড়িও ভাঙচুর করে।
জিয়াউল হক মৃধা সাংবাদিকদের বলেন, দল থেকে সদ্য বহিষ্কৃত নেতা ওয়াহেদুল হক ওয়াহাবের ইন্ধনে স্থানীয় ছাত্রলীগ ও সরকার দলের সমর্থকরা এ হামলা চালিয়েছে। ইতিপূর্বেও ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা জাপার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছিল। ডজনখানেক পুলিশের সামনে আমার গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন সাংবাদিকদের বলেন, জাপার দুই পক্ষের মধ্যে কোন্দলে এ ঘটনা ঘটেছে। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি কারা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Posted ৫:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম