
| রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮ | 969 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও প্রচার সম্পাদক আবু শামীম মোহাম্মদ আরিফ কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গতকাল দুপুর ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি জানান নির্বাচনী প্রচারণার শেষে সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রাম থেকে ফেরার পথে সিরাজুল ইসলাম কে গ্রেফতার করে পুলিশ। এদিকে সকালে জেলা শহরের মৌলভীপাড়া থেকে আরিফকেও গ্রেফতার করা হয়।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াউল হক বলেন, সিরাজ ও আরিফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তদের বিরুদ্ধে মামলা রয়েছে।
Posted ১:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক