| মঙ্গলবার, ০৯ জুন ২০২০ | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আরো ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের নমুনার ফল পজেটিভ সিভিল সার্জন অফিসে পৌঁছে। এ নিয়ে জেলায় মোট ৩০৫ জন করোনায় শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডা. সানজিদা বিকেল ৪ টার দিকে নিশ্চিত করে জানান, আজ বিকেলে প্রাপ্ত রিপোর্টে জেলায় ২৯ জন ব্যক্তির আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০ জন, কসবা উপজেলায় ১০ জন, আখাউড়া উপজেলায় ৪ জন, আশুগঞ্জ উপজেলায় ৪ জন ও
নাসিরনগর উপজেলায় ১ জন।
এর মধ্যে জেলায় আক্রান্ত ৩০৫ জনের মধ্যে ৭৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৬৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৬২৪ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ১৯৬ জন, এর মধ্যে জেলায় ১৮৯ জন, ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২ জন ও ফেনীতে ১ জন। করোনা পরিস্থিতির জেলায় ৪ জন মারা যায়।
Posted ১২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


