| রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | 1890 বার পঠিত | প্রিন্ট
মোঃ সাইফুল ইসলাম# ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফারুক মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক চট্টগ্রামের পতেঙ্গার সবিউল আহমেদের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, সকালে একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে সুলতানপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা ফারুক মিয়া ঘটনাস্থলে নিহত হন।
Posted ৭:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক