
| মঙ্গলবার, ২২ মে ২০১৮ | 1003 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি#ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ধন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় র্যাব-১০ এর সদস্যদের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ধন মিয়া উপজেলার মরিচাকান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় ধন মিয়ার স্ত্রী আরজিনা বেগমকে আটক করা হয়েছে। র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সোনারামপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় ধন মিয়া মাদকের চালান নিয়ে সেখানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ধন মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার কাছ থেকে ১১ হাজার ৭শ পিস ইয়াবা, একটি পিস্তল, নগদ ৪৮ হাজার ৭শ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ মে ২০১৮
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম