
| বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ | 843 বার পঠিত | প্রিন্ট
সাইফ খান: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সমীর বণিক (৪৫) নামে এক স্বর্ণশিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সমীর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি শায়েস্তাগঞ্জে একটি স্বর্ণের দোকানের কারিগর (শিল্পী) ছিলেন বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়েছে। নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক