
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ এপ্রিল ২০২২ | 254 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ওয়েট ব্রিজ (স্কেল) নষ্ট থাকায় ভারতীয় পরিমাপে (কারর্পাসে) চলছে আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি – রফতানি বাণিজ্য কার্যক্রম।
গত সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরে এ পরিস্থিতি বিরাজ করছে। আজ শনিবার দুপুরে আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া, এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আখাউড়া স্থলবন্দরের একমাত্র ওয়েট ব্রিজটি নষ্ট থাকায় ভারতীয় ওজনে চলছে আখাউড়া স্থলবন্দরে আমদানি – রফতানি বাণিজ্য কার্যক্রম। তবে পণ্য আমদানি রফতানিতে ওজনে সামান্য গড়মিল থাকলেও ঈদুল ফিতরের বন্ধের মধ্যে আখাউড়া স্থলবন্দরের ওয়েট ব্রিজটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আখাউড়া বন্দরের (ট্রাফিক) পরিদর্শক মোঃ জাকির হোসেন জানান, কয়েক দিন ধরে ওয়েট ব্রিজে টেকনিক্যাল জটিলতা দেখা দিয়েছে। টেকনিশিয়ান দেখানোর জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তবে ঈদুল ফিতরের বন্ধের মধ্যেই সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ এপ্রিল ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |