
| শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | 1184 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ আন্তর্জাতিক ডেস্ক#ভারতের নদীয়ার হাটখোলা থেকে এই বিপুল পরিমাণ বাংলাদেশি নোট উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতীয় হিসেবে টাকার পরিমাণ প্রায় দশ লাখ টাকা।
উদ্ধার হওয়া টাকার মধ্যে রয়েছে ১০০০, ৫০০ এবং ১০০ টাকার নোট। সমস্ত টাকা আপাতত কাস্টমসের কাছে রাখা রয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
জানা গেছে, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ওই এলাকায় বিশেষ অভিযান চালায় বিএসএফ। আর তখনই এক ব্যক্তির আচরণে তাদের সন্দেহ হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকেই মিলেছে ওই বিপুল অঙ্কের টাকা।
সীমান্ত দিয়ে এভাবে টাকা পাচার মোটেই নতুন কিছু নয়। মাঝে মধ্যেই নজরে আসে এ ধরনের নানা বিষয়। শুধু এ বছরই এখনও পর্যন্ত ৭৬.৫৯ লাখ টাকা উদ্ধার করেছে বিএসএফ।
শুধু টাকা নয় এভাবে অস্ত্রও পাচার হয় বলে মনে করেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এখানে আসলো তা জানার জন্য কাজ শুরু হয়েছে। কয়েকটি সূত্র ধরে চলছে তদন্ত। সূত্র: এনডিটিভি
Posted ৮:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |