
| শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | 458 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেক্স:
ভারত থেকে দেশে ফিরতে করোনা নেগেটিভ সনদ লাগবে বলে নির্দেশনা দিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ ঠেকাতেই, বাংলাদেশি পাসপোর্টধারীদের করোনা নেগেটিভ সনদ লাগবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।
জানা যায়, এ নির্দেশনা আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনো দিন কার্যকর হতে পারে। স্থলপথের পাশাপাশি রেল ও আকাশ পথেও কার্যকর হতে যাচ্ছে, এ সিদ্ধান্ত।
ইতোমধ্যে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের আসা ও যাওয়ার সময় করোনা পরীক্ষার সনদ গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের নেগেটিভ সনদ গ্রহণের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
ধারনা করা হচ্ছে, এর ফলে ভোগান্তি বাড়বে বাংলাদেশি যাত্রীদের। বিশেষ করে ঝামেলায় পড়বেন, চিকিৎসার জন্য ভারতে যাওয়া রোগীরা।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |