
| মঙ্গলবার, ২২ মে ২০১৮ | 980 বার পঠিত | প্রিন্ট
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে ফেন্সিডিলের বোতল এবং গাজা। সাব্রুম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত
সীমান্তবর্তী এলাকার শ্রীনগর থেকে এই নেশাসামগ্রী উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
জানা গেছে, শ্রীনগর থানার কাছে খবর ছিল ভারত-বাংলা সীমান্তবর্তী দিয়ে নেশাকারীরা প্রতিনিয়তই লক্ষ লক্ষ টাকার নেশাসামগ্রী পাচার করে চলছিল। কিন্তু তা সত্ত্বেও তারা
কোন প্রকার উদ্যোগ নিচ্ছিলনা। স্থানীয় লোকজনদের অভিযোগ, শ্রীনগর পুলিশ ফাঁড়ির একাংশ পুলিশ কর্মী আগে থেকেই জানতো এই সীমান্ত দিয়ে নেশাসামগ্রী পাচার হয়।
অথচ আশ্চর্যজনকভাবে সাব্রুমের মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ এদিন গোপন খবরের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে শ্রীনগর ফাঁড়ির নাকের ডগায় থাকা জনৈক সঞ্চয় দাসের বারিতে অভিযান চালায়।
জানা গেছে, অভিযানকালে তার বাড়ি থেকে ৮৫০ বোতল ফেন্সিডিল এবং ৪৫ কেজি গাজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এই সামগ্রীগুলি ঘরে এবং পুকুরে লুকিয়ে
রাখা হয়েছিল। পুলিশ এই নেশাসামগ্রী উদ্ধারের পর বারির মালিক সঞ্জয় দাসকে আটক করে মনুবাজার থানায় নিয়ে আসে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ধরনের অভিযান চলবে।
আরো চলতে থাকবে।
Posted ১২:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ মে ২০১৮
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |