
রিপোর্ট বিশেষ প্রতিনিধি: | বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | 401 বার পঠিত | প্রিন্ট
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হল- বাক প্রতিবন্ধী হাসান মিয়া (৬) হাঁড়িয়া গ্রামের ফয়সাল মিয়ার ছেলে ও মরিয়ম আক্তার বাবুনি (২) মিরনগর গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আন্দিউরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাড়িয়া ও ৪নং ওয়ার্ড মিরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২ টায় হাসান বাড়ির পাশেই খেলা করছিল, হঠাৎ করে এক বেলুন ওয়ালা আসলে কিছু শিশুর সাথে দৌড়ে বেলুন ওয়ালার পিছু নেয়। কিছুক্ষণ পর তার সন্ধান না পেয়ে স্বজনরা খুঁজতে নামেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় ভাসতে দেখে পরিবারের লোকজন শিশু হাসানকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
অন্যদিকে পরিবারের সবার অগোচরে মরিয়ম আক্তার বাবুনি ঘর থেকে বাইরে বের হয়ে যায়। তার সন্ধান না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবা থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
আন্দিউরা ইউনিয়ন পরিষদের ৪ নং ও ৫নং ওয়ার্ডে সদস্য ফরিদ উদ্দিন, ও হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৬:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম