
| মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০ | 357 বার পঠিত | প্রিন্ট
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ১২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১ মাদক চোরাকারবারিকে আটক করেছে কাশিমনগর ফাঁড়ি পুলিশ সদস্যরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস এর নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ পেয়ে উপজেলার চৌমুহনী ইউনিয়নে মনতলা এলজিইডি রাস্তাগামী হরিণখোলা গেইটের সামনে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ ১ মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত চোরাকারবারি হলো মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের
দওপাড়া গ্রামের মোঃনজরুল ইসলামের ছেলে মোঃআকাশ মিয়া (২০)।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস মাদকসহ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফাঁড়ির অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম