
মোহাম্মদ সামী | বুধবার, ১১ আগস্ট ২০২১ | 1470 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের প্রবীণ ব্যবসায়ী ও বিশিষ্ঠ সমাজসেবক আব্বাস উদ্দিন ভূঁইয়া মা বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হয়েছেন।
আজ বুধবার(১১ আগস্ট) দুপুর ২ টায় হীরাপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন তিনি।
এর আগে তিনি গতকাল বুধবার রাত সাড়ে দশটায় রাজধানী ঢাকার তেজঁগাও ইমপিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তিনি সস্ত্রীক করুণায় আক্রান্ত ছিলেন।আব্বাস উদ্দিন ভূঁইয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের মৃত ইদ্রিস ভূইয়া সর্দারের ২য় সন্তান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর তিনি চার পুত্র ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন,আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া,দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন,আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া,সাধারণ সম্পাদক ফোরকান খলিফা,আমদানি রপ্তানি কারক এসোসিয়েশনের সভাপতি হাজী শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
তারা আব্বাস উদ্দিন ভূঁইয়ার অকালমৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।এবং শোক সক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভূঁইয়া অকাল মৃত্যুতে আগামীকাল আখাউড়া স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক সংগঠনগুলো।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |