
| বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮ | 728 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। নিহতের নাম মো. হাসান খাঁ (৬৫)।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নাসিরনগর উপজেলার গোকর্ন ইউনিয়নের চৈয়ারকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান খাঁ গোকর্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
দুর্ঘটনার বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে একটি নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে চৈয়ারকুড়ি যাচ্ছিলেন হাসান খাঁ। পথিমধ্যে চৈয়ারকুড়ি বাজারে পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান হাসান খাঁ নিহত হয়েছেন।
Posted ১:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক