
| মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮ | 2007 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রী আনিসুল হকের বড় বোন সায়মা ইসলামের মৃত্যুতে তাকে সমবেদনা জানাতে আজ সন্ধ্যায় রাজধানীর বনানীতে তার বাস ভবনে যান। প্রধানমন্ত্রী আনিসুল হকের বাসভবনে এক ঘন্টার বেশি সময় অবস্থান করেন।
প্রধানমন্ত্রী সায়মা ইসলামের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে আইনমন্ত্রী তার মা ও সায়মা ইসলামের স্বামী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সায়মা ইসলাম রোববার রাজধানীর এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন।
Posted ৫:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক