
| শনিবার, ১৭ নভেম্বর ২০১৮ | 569 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
চোখে মরিচের গুড়া দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নেয়া ১৪১ ভরি স্বর্ণালংকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরপাড়ে মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত মধ্য রাতে উপজেলার বণিকপাড়া এলাকার একটি পুকুরপাড়ে মাটি খুঁড়ে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া বাকি ৩৯ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৮ লাখ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
এ ঘটনায় সাঈদুল হক (৪০) ও এমরান খাঁ (৩৫) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। তাদের বাড়ি ওই উপজেলার কুট্টাপাড়া ও বড্ডাপাড়া এলাকায়।
পুরো অভিযানটি পরিচালনা করা হয়েছে সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকিরের নেতৃত্বে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাঈদুল ও এমরানকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাঈদুল ও এমরানকে আটক করা হয়।
পরে তার পরিবারের লোকজনের দেয়া তথ্য মতে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে মাটি খুঁড়ে ১৪১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির জানান, ছিনতাই হওয়া বাকি স্বর্ণালংকার ও নগদ টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
ধারণা করা হচ্ছে, কিছু টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে বাকি টাকা ও স্বর্ণালংকার নিয়ে নিত্য তলাপাত্র ভারতে পালিয়ে গেছেন।
গত মঙ্গলবার সরাইল বাজারের আপন শিল্পালয়ের মালিক বিষ্ণু বণিকের চোখে মরিচের গুড়া দিয়ে তার কাছ থেকে ১৮০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক