| বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০ | প্রিন্ট

বিশেষ প্রতিনিধি:
করোনা ভাইরাস শনাক্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সরাইল
উপজেলা থেকে এ পর্যন্ত সরকারি অফিস স্টাফ ও বৃদ্ব সহ ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনা সবেমাত্র পাঠানো হয়েছে। রিপোর্ট আসতে সময় লাগবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সর্বশেষ বুধবার (০৮ এপ্রিল)সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) দেবাংকর শরমা এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলামিন মিয়া ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠান।সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আর এম ও) ডাঃ আনাস ইভনে মালেক জানান, যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাঁদের মধ্যে সরকারি অফিস স্টাফ আছে, এক জনের বয়স ৫৫ বছর, বাকীরা মধ্য বয়সী। আমাদের কাছে উপসর্গ দেখে যাকেই প্রাথমিকভাবে সন্দেহ জনক মনে হচ্ছে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাচ্ছি।
Posted ৬:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


