
| শুক্রবার, ১০ আগস্ট ২০১৮ | 1126 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফ খান:
আইনমন্ত্রী আনিসুল হক অভিযোগ করে বলেছেন, সরকার পতনের লক্ষ্যে ড. কামাল হোসেনরা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দিয়ে জুডিশিয়াল ক্যু’র চেষ্টা করেছিলেন। সেই চেষ্টাকে নস্যাৎ করা হয়েছে।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক আরো বলেন, ড. কামাল হেসেনরা বর্তমানে মার্কিনিদের দিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে। স্কুল শিক্ষার্থীদের সব দাবি প্রধানমন্ত্রী মেনে নেয়ার পরও সরকার পতনের নতুন চক্রান্তে তারা লিপ্ত রয়েছেন।
সেই ষড়যন্ত্রেরই অংশ হিসাবে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে মোহাম্মদপুরের একটি বাসায় ড. কামাল হোসেনরা বৈঠক করেন।
মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নোয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আইনমন্ত্রীর এপিএস মো. রাশেদুল কাউছার জীবন,আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো.আবুল কাশেম ভূইয়া, মো. সেলিম ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান নাইম প্রমুখ।
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ আগস্ট ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |