
অমিত হাসান অপু: | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ | 302 বার পঠিত | প্রিন্ট
সৌদি আরবে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আল জুবাইলে হোটেল মালাবরে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল ইসলাম সামনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাদেকুর রহমান ভুইয়া, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক সোহেল আরমান।বিশেষ অতিথি ছিলেন,সুনামগঞ্জ জেলা প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি আলতাফ শিকদার, ছাতির আলী তালুকদার,ইকবাল হোসাইন তালুকদার, সিরাজুল ইসলাম বাহাদুর,জসিম উদ্দিন শামিম, শাহজাহান সোহাগ, মাসুক মিয়া,শেখ আব্দুল মান্নান, শোয়াইব বিন আহমেদ সোহেল, আবুল খায়ের,সোহেল খান। বক্তারা বলেন, শামসুল ইসলাম সামনের নেতৃত্বে শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদ প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে ও কাজ করে যাবে।
এসময় হেলাল উদ্দিন ভুইয়া, সাইদুল ইসলাম এলাহী, অহিদুল ইসলাম সাগর, মহসিন খান,রাসেল আহমেদ ভুইয়া শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ বহু সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। এর আগে শামসুল ইসলাম সামন কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান করা হয়।পরে রাতের খাবার ও হেলাল উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
Posted ৫:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |