
অমিত হাসান অপু: | বুধবার, ০৯ মার্চ ২০২২ | 331 বার পঠিত | প্রিন্ট
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সার্ভার ত্রুটির কারণে সকাল থেকেই বন্ধ রয়েছে হিলি কাস্টমস এর কার্যক্রম।
এতে সকাল থেকে বন্ধ রয়েছে সিএন্ডএফ এজেন্টের বিল অফ এন্ট্রি সহ সকল কার্যক্রম। এতে পেয়াজ আদা সহ কাঁচাপণ্য ছাড় নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারক সহ সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান।
হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, গত শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সার্ভার কে আপডেট করা হয়েছে। তখন থেকে সার্ভার কিছুটা দুর্বলতা থাকলেও আজ সকাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে সার্ভারের সংযোগ। সকাল থেকেই বারংবার রাজস্ব বোর্ডের টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে,কথা হচ্ছে। তবে সেখানে সার্ভারের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান, রাত ৮ টার মধ্যে সার্ভার ঠিক হয় সেক্ষেত্রে রাত বারোটা পর্যন্ত আমরা কাজ করবো। আর যদি না হয় সে ক্ষেত্রে আগামীকাল সকাল নয় থেকে বিল অফ এন্ট্রি সহ সকল কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে কাস্টমসে বিল অফ এন্ট্রি সাবমিট করতে আসা কয়েকজন সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি জানান, এর আগেও সার্ভার জটিলতা থাকলেও সেটা কয়েক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু আজকে সকাল থেকে একেবারে সার্ভার নাই। সকাল থেকে কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা অপেক্ষায় আছে আমরাও বিল অফ এন্ট্রি নিয়ে অপেক্ষায় আছি।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৯ মার্চ ২০২২
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম