
| বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ | 654 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
ভারতের ত্রিপুরায় রপ্তানিকৃত মাছ ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি পূণরায় শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬আগষ্ট) সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়।গত ৯ই জুলাই আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানীকৃত মাছবাহী ট্রাক বন্দর থেকে বের হয়ে শিলচর যাওয়ার পথে রামনগর এলাকায় কতিপয় ছিনতাইকারী ১ ট্রাক মাছ ছিনতাই করে নিয়ে যায়। ওই ট্রাকে ১২৭টি কার্টুনে ৬ হাজার ৩৫০ কেজি মাছ ছিল। যার মূল্য ১৫ হাজার ৮৭৫ ডলার।
ছিনতাইয়ের ঘটনায় পর ভারতীয় আমদানি কারকরা বাংলাদেশী ব্যবসায়ীদে সাথে পরামর্শ ক্রমে মাছ আমদানি বন্ধ করে দেয়।পরে দুদেশের রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতাদের আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হলে মাছ রপ্তানি পূণরায় শুরু হয়।
আখাউড়া স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান খলিফা বলেন, রপ্তানিকৃত মাছ ছিনতাইয়ের পর মাছ আমদানি বন্ধ করে দেয় দুদেশের ব্যবসায়ীরা।
পরে ত্রিপুরা রাজ্যের স্থানীয় বিধায়ক সুরঞ্জিত দত্ত ও বাংলাদেশের আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের মাঝে ভিডিও কনফারেন্সে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হলে।মাছ রপ্তানির পূণরায় শুরু হয়।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |