
অমিত হাসান অপু: | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ | 306 বার পঠিত | প্রিন্ট
সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালনে আবারো নতুন নির্দেশনা দিয়েছে সরকার । দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানায় যে, একাধিক বার ওমরাহ হজ পালনের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে। এ ক্ষেত্রে সকল বিদেশি মুসলমানদের বেলাতেও এই নিয়ম প্রযোজ্য ঘোষণা করা হয়েছে।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ৩০ দিনের আসা বিদেশি মুসল্লিরা সর্বোচ্চ তিনটি ওমরাহ হজ পালন করতে পারবেন ।
বিবৃতিতে দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবার ওমরাহ পালনের পর কেউ দ্বিতীয়বার ওমরাহ পালন করতে চাইলে নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে ইটমারানা বা তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্বিতীয় ওমরাহ হজের জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া আগের জারি করা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অন্য দেশ থেকে সৌদি আরবে হজ করতে আসা মুসল্লিদের বয়স ১২ বা তার বেশি হতে হবে। একইসঙ্গে তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।পাশাপাশি মাক্স পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় বাধ্যতামূলক রাখা হয়েছে।
বৈশ্বিক করোনার সংক্রমণ এবং ওমিক্রন বেড়ে যাওয়ায় দেশটির সরকার এই নতুন নির্দেশনা জারি করেন।
Posted ৪:১০ অপরাহ্ণ | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |