বৃহস্পতিবার ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | 43 বার পঠিত | প্রিন্ট

আখাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

“প্রকৃতি বাঁচাও, প্রাণবিক ধরিত্রী গড়ো’ প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও পরিবেশ ক্লাবের উদ্যোগে র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৌর শহরের কলেজ পাড়া বাঁধন কমিউনিটি সেন্টার সামনে থেকে একটি র‌্যালীটি বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি সরকারি কলেজ গেইটের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আহবায়ক সাংবাদিক রুবেল আহমেদ, সদস্য সচিব রকিব উদ্দিন, সীমান্ত পাখি রক্ষা সংগঠনের আহ্বায়ক তোফায়েল চৌধুরী সহ আরো অনেকে।

বক্তারা বলেন, পঞ্চাশের দশকে আবিষ্কৃত প্লাস্টিক একসময় আধুনিকতার প্রতীক ছিল। সাশ্রয়ী, বহুমুখী ও টেকসই এই উপাদান বিশ্বজুড়ে শিল্প, কৃষি, চিকিৎসা থেকে শুরু করে ঘরোয়া ব্যবহারে এক অনিবার্য জায়গা করে নেয়। কিন্তু কৃত্রিম এই বস্তু যখন বিপুল হারে উৎপাদিত হয়ে ব্যবহারের পর ব্যবস্থাহীনভাবে পরিবেশে মিশতে থাকে, তখন সেটি এক বৈশ্বিক সংকটে রূপ নেয়। প্লাস্টিক এখন শুধু শহরের ড্রেন বা সাগরের পাড়েই নয়, মানুষের খাদ্যচক্রে, এমনকি রক্ত ও হৃৎপিণ্ডে জায়গা করে নিচ্ছে। প্লাস্টিকের বর্জ্য আর খননের অভাবে আখাউড়ার উপর দিয়ে বয়ে যাওয়া জাজি নদী, সাইনধারা নদী, হাওড়া নদী ও কালন্দি খালসহ বিভিন্ন জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। এসব নদী, খাল খনন করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। এতে করে আখাউড়ার সীমান্তবর্তী অঞ্চল আকস্মিক বন্যার হাত থেকে রক্ষা পাবে। প্রকৃতিকে স্বাভাবিক রাখতে হলে বর্তমান বিশ্বের মহামারি এ প্লাস্টিক দূষণ বন্ধ করে প্রকৃতির পরিচর্যা করতে হবে।


পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। তাই প্লাস্টিক বর্জ্যের ব্যাপারে সচেতন হতে হবে। গাছ কাটা বন্ধ করতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে। সবাই মিলে পৃথিবীকে বসবাসযোগ্য উপযোগী করে গড়ে তুলতে কাজ করতে হবে।

Facebook Comments Box


Posted ৩:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com