
ইঞ্জিনিয়ার সজিব সরকার, সিঙ্গাপুর থেকে | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | 120 বার পঠিত | প্রিন্ট
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি নির্ধারিত ফ্লাইটে সন্ধ্যা ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত শারীরিক পরীক্ষার অংশ হিসেবে মির্জা ফখরুল গত সপ্তাহে সিঙ্গাপুরে গিয়েছিলেন। চিকিৎসা শেষে দেশে ফিরে দলের বিভিন্ন কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তিনি তার দায়িত্ব পালন শুরু করবেন।
বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, *২০১৩* সালে কারাবাসের সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে মির্জা ফখরুলের নিয়মিত চিকিৎসা সিঙ্গাপুরে হয়ে আসছে। দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে শারীরিক সুস্থতার বিষয়টি তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেন।
মির্জা ফখরুলের এই সফরের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বের প্রতি সমর্থন ও উজ্জীবনের বার্তা পৌঁছেছে নেতাকর্মীদের মাঝে। দলের বর্তমান রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি শিগগিরই দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
তার ফিরে আসা নিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে ইতোমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবাই আশাবাদী যে তিনি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ভূমিকা পালন করবেন।
Posted ৭:১১ অপরাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম