
| শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | 397 বার পঠিত | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট:
ওমানে ভাগ্নর হাতে মো. জানে আলম ও মো. হাবিব নামে, দুই সহোদর খুন হয়েছেন। ঘুমন্ত অবস্থায় তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে, জানা গেছে।
ওমানের ইবরি প্রদেশে এ রোমহর্ষক ঘটনা ঘটে। তাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী মনুপাড়ায়। এ ঘটনায় নিহতদের ভাগনে মো. জাবেদকে আটক করেছে ওমান রয়্যাল পুলিশ।
জানে আলম ও হাবিব ওমানের ইবরি প্রদেশে গ্রিল ওয়ার্কশপের ব্যবসা করতেন। দোকানে কর্মচারী হিসেবে খালাতো বোনের ছেলে মো. জাবেদকে ওমানে নিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় জাবেদ হাবিবকে গলা কেটে হত্যা করা হয়।
তার পাশে ঘুমিয়ে থাকা জানে আলম জেগে গেলে তাকেও হত্যা করা হয়। এ সময় ওই কক্ষে থাকা পাঁচ-ছয়জন আহত হন। খবর পেয়ে ওমান রয়্যাল পুলিশ কক্ষে থাকা তিন কর্মচারী ও ঘাতক জাবেদকে আটক করে। তাদের মৃত্যুর খবর দেশে পৌঁছুলে পরিবারের সদস্যদের মাঝে, শোকের ছায়া নেমে এসেছে।
Posted ৪:৪১ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম