
| রবিবার, ১১ অক্টোবর ২০২০ | 394 বার পঠিত | প্রিন্ট
আন্তর্জাতিক ডেস্ক:
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৬ জন বাংলাদেশি যাত্রী আটকে পড়েছেন। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জানায়, দেশটিতে ঢোকার অনুমতিপত্র না থাকায় তারা বিমানবন্দরে আটকা পড়েছেন। গত শনিবার এসব বাংলাদেশীদেরকে নিয়ে ফ্লাইটটি দুবাইতে পৌছালে বিমানবন্দরে তাদের কাছে দুবাই প্রবেশের অনুমতিপত্র চাওয়া হয়।
এসময় স্থানীয় ভিসা থাকায় স্পন্সরের সহায়তায় ১৮ জন যাত্রী দুবাইতে প্রবেশের সুযোগ পায়। তবে বাকী ১০৮ জন এখনও এয়ারপোর্ট থেকে ছাড়া পাননি।
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে এসব প্রবাসীদেরকে মুক্ত করার চেষ্টা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, বিমানবন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে বিবেচনা না করলে তাদেরকে দেশে ফিরে যেতে হতে পারে।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম