
| শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ | 433 বার পঠিত | প্রিন্ট
আন্তর্জাতিক ডেক্স :
বিক্ষোভ ও রক্তপাত এড়াতে পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবায় জিনবেকভ। গতকাল বৃহস্পতিবারের বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচন ঘিরে সৃষ্ট সংকটের অবসান চান বলে এই পদত্যাগের ঘোষণা তিনি দেন।
প্রেসিডেন্ট সুরুনবায় জিনবেকভ বলেছেন, আমি কখনই ক্ষমতা আঁকড়ে থাকতে চাই না। আমি চাই না নিজ দেশের জনগণকে রক্তপাত ও গুলির অনুমতি দেয়া প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্থান পেতে।
তিনি আরো বলেন, ক্ষমতায় আঁকড়ে থাকা আমাদের দেশের অখণ্ডতার চেয়ে মূল্যবান নয় এবং সামাজিক নীতির মধ্যে পড়ে না। আমার জন্য, কিরগিজস্তানের শান্তি, দেশের অখণ্ডতা, জনগণের ঐক্য ও সমাজে স্থিতিশীলতা সবার ওপরে।
নির্বাচন ঘিরে সৃষ্ট বিক্ষোভে গত সপ্তাহে বিরোধীরা দেশটির কয়েকটি সরকারি ভবন দখল করার পর প্রেসিডেন্টের এ পদত্যাগের ঘোষণা এলো। বিক্ষোভে একজন নিহত ও শতাধিক আহত হয়েছে।
Posted ৮:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম