
| শুক্রবার, ০৫ মার্চ ২০২১ | 514 বার পঠিত | প্রিন্ট
আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েতে পরকীয়ার দায়ে বাংলাদেশ দূতাবাসের দুই কর্মীকে প্রত্যাহারের আদেশ জারি করেছে সরকার। গেলো ১৮ ফেব্রুয়ারি পৃথক আদেশ জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইকবাল আখতার।
জানা গেছে, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মরত প্রশাসনিক কর্মকর্তা কেএনএম জিল্লুর রহমান ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ওবায়দুর রহমানের পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।
সেই সুযোগে জিল্লুর রহমানের সঙ্গে ওবায়দুরের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক তৈরি হয়। পরে বিষয়টি জানাজানি হলে, জিল্লুর রহমানের স্ত্রী কুয়েত পুলিশে নালিশ জানালে, অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা পায় কুয়েত প্রশাসন। যার ভিত্তিতে তাদেরকে প্রত্যাহার করা হয়।
Posted ৩:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ মার্চ ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম