মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

জীবন বীমার ২৪০ কোটি টাকার জন্যই হত্যা করে হয় শ্রীদেবীকে !

  |   শুক্রবার, ২৫ মে ২০১৮ | 597 বার পঠিত | প্রিন্ট

জীবন বীমার ২৪০ কোটি টাকার জন্যই হত্যা করে হয় শ্রীদেবীকে !

বলিউডের অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর প্রায় তিন মাস হয়েছে। দুবাইয়ের বিলাসবহুল হোটেল জুমেরিয়াহ এমিরেটস টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টের বাথটাবে ডুবে এ অভিনেত্রীর মৃত্যু ঘটে। কিন্তু তার মৃত্যু নিয়ে শুরু থেকেই রহস্য ও সন্দেহের সৃষ্টি হয়েছিল।দিন কতক আগে, প্রাক্তন এসিপি বেদ ভূষণ শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে বহু তথ্য প্রকাশ্যে আনেন৷ তাঁর মতে, স্বাভাবিক মৃত্যু নয়! শ্রীদেবীকে খুন করা হয়েছে৷ তাও আবার পরিকল্পনা মাফিক৷সম্প্রতি এক সাক্ষাৎকারে, বেদ ভূষণ দুবাই পুলিশের ময়নাতদন্তের কিছু রিপোর্ট সামনে এনে, বলেন তিনি এই রিপোর্ট সন্তুষ্ট নন। তাঁর দাবি, নায়িকাকে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘বাথটবের জলে জোর করে ফেলে যেকোনও ব্যক্তিকে খুন করা সম্ভব। আর এই ধরণের খুনে কোনও প্রমাণ থাকেনা। ফলে খুব সহজেই একে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রমাণ করা যায়’। শ্রীদেবীর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে বলে ধারণা প্রাক্তন এসিপির।ভূষণ মনে করছেন, শ্রীদেবীর মৃত্যুর পিছনে হাত রয়েছে দাউদের। তবে কোন পরিপ্রেক্ষিতে তিনি এমন কথা বলছেন, তা এখনও জানা যায়নি।দাউদের নাম জড়ানো ছাড়াও প্রকাশ্যে এসেছে আরেক এক চাঞ্চল্যকর তথ্য। ফিল্ম মেকার সুনীল সিংহের আইনজীবি বিকাশ সিংহ সম্প্রতি দাবি করেছেন, শ্রীদেবীর নামে, ওমানে ২৪০ কোটি টাকার ইনসিউরেন্স পলিসি কেনা হয়। সেই পলিসির মূল দফা অনুযায়ী, পলিসির টাকাটা তখনই এনক্যাশড হবে যদি শ্রীদেবীর মৃত্যু দুবাইতে হয়। আর ঘটনাক্রমে সেটাই হয়েছে। তাই বেদ ভূষণ সহ ফিল্ম মেকার সুনীল সিংহও দাবি করেছিলেন যে শ্রীদেবীর মৃত্যু আসলে বাথটাবে ডুবে হয়নি।

Facebook Comments Box


Posted ৯:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ মে ২০১৮

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com