সোমবার ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় খেলার মাঠ রক্ষায় স্থানীয়দের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ইয়ার হোসেন   |   শুক্রবার, ০২ মে ২০২৫ | 199 বার পঠিত | প্রিন্ট

আখাউড়ায় খেলার মাঠ রক্ষায় স্থানীয়দের  মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দূর্গাপুর গ্রামের একমাত্র ঐতিহ্যবাহী খেলার মাঠে ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতা।

শুক্রবার (২ মে ২০২৫) বিকাল সাড়ে চারটায় দূর্গাপুর টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় কয়েকটি ক্রীড়া সংগঠন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক সেনা সার্জেন্ট সফিকুল ইসলাম স্বপন, মাদ্রাসা শিক্ষক মুফতি ইব্রাহীম বিন মান্নান, সমাজসেবক ছগির আহমেদ, ক্রীড়ানুরাগী মো. ইমন ভূঁইয়া, জাহাঙ্গীর মিয়া (সভাপতি, শেরে বাংলা স্পোর্টিং ক্লাব), মো. আলম মিয়া (সভাপতি, নবীন যুব সংগঠন) ও প্রবাসী প্রতিনিধি রায়হানসহ স্থানীয় শতাধিক ক্রীড়াপ্রেমী তরুণ-যুবক ও এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, এই মাঠ শুধু খেলার জায়গা নয়, এটি আমাদের শৈশবের স্মৃতি ও প্রাণের স্পন্দন। এখানে প্রতিদিন শতাধিক শিশু-কিশোর খেলাধুলা করে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। তারা আরও বলেন, মাঠে ভবন নির্মাণ মানে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার সুযোগ থেকে বঞ্চিত করা। মাঠ রক্ষায় প্রয়োজনে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।


মানববন্ধনে বক্তারা জোর দাবি জানান, ভবন নির্মাণ পরিকল্পনা বাতিল করে ভূমি অফিসটি যেন অন্যত্র স্থানান্তর করা হয়। স্থানীয়দের মতে, মাঠের উপর যেকোনো স্থাপনা নির্মাণ ভবিষ্যতে খেলাধুলার পরিবেশ ধ্বংস করবে। মাঠের বিকল্প নেই, তাই তারা মাঠ রক্ষার বিষয়ে প্রশাসনের সদিচ্ছা প্রত্যাশা করছেন।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান,প্রায় ৫ বছর আগে আমি এখানে আসের আগে এই ভূমি অফিস নির্মাণ প্রকল্প গ্রামবাসীকে অবগত করেই অনুমোদন করা হয়েছে। তখন কেউ কোনো লিখিত আপত্তি জানাননি। বলা হয়েছে স্কুলের সাথে মিল রেখে ভবন নির্মাণ হবে। আমাদের ধারণা, প্রকল্পটি বাস্তবায়িত হলেও মাঠের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।


প্রসঙ্গত, এই আন্দোলনে দূর্গাপুর গ্রামের প্রবাসীরাও সোচ্চার ভূমিকা রাখছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাত্মতা প্রকাশ করে মাঠ রক্ষার দাবিতে সরব হয়েছেন।

Facebook Comments Box

Posted ৭:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ০২ মে ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com